২৪ দিনে এলো ১৬৫ কোটি ডলার রেমিট্যান্স

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৯:১৭ পিএম ২৪ দিনে এলো ১৬৫ কোটি ডলার রেমিট্যান্স
ছবি ● প্রতীকী

চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ২৪ দিনে ১৬৫ কোটি মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

তারা দৈনিক গড়ে ছয় কোটি ৮৫ লাখ ডলার পাঠিয়েছেন।

গত জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিলো ২১০ কোটি মার্কিন ডলার।

রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম ২৪ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৫৫ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৩০ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪০ কোটি ৪০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৫ লাখ মার্কিন ডলার।

২০২৩ সালের ডিসেম্বর মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ১৯৯ কোটি ডলারের রেমিট্যান্স।

জাগরণ/অর্থনীতি/এসএসকে