নাটক, টেলিছবি ও ওয়েব কনটেন্ট নির্মাণ করে হাত পাকিয়েছেন সঞ্জয় সমদ্দার। এবার হাত দিলেন চলচ্চিত্র নির্মাণে। রোববার তিনি বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। এই প্রযোজনা সংস্থার অর্থায়নে নির্মাণ করবেন ‘বায়োপিক’ নামে একটি চলচ্চিত্র। পরিচালক নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
ছবিতে কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করবেন সিয়াম আহমেদ ও পরীমনি। এটি নিয়ে তৃতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন তারা। পরিচালনার পাশাপাশি ছবির চিত্রনাট্য লিখেছেন সঞ্জয় সমদ্দার। এছাড়া ইশতিয়াক আহমেদ ও শরুপ চন্দ দে আছেন চিত্রনাট্যকারের তালিকায়।
ছবি প্রসঙ্গে সঞ্জয় বলেন, “ওয়েব কন্টেন্ট ও নাটক যে কয়টিই নির্মাণ করেছি দর্শকদের ভালোবাসা পেয়েছি। তাদের ভালোবাসার শক্তি নিয়েই এবার সিনেমা। দর্শকরা পছন্দ করবেন এমন একটি সিনেমাই বানাতে চাই আমি। আমার উপর আস্থা রাখার জন্য বেঙ্গল মাল্টিমিডিয়াকে ধন্যবাদ।”
জানা গেছে, ঈদুল আজহার পর ছবির দৃশ্যধারনের কাজ শুরু হবে। এখন চলছে সিনেমাটির চিত্রনাট্য ঘষামাজার কাজ। পুরোপুরি প্রস্তুত হয়ে শুটিংয়ে নামতে চান পরিচালক।