বাবার পথে হাঁটছেন মেয়েও। আমির খানের পর এবার সম্পর্ক ভাঙছে ইরান খান-নূপুর শিখরের?
শনিবার (১৭ জুলাই) এই কথা ভাসছে নেটমাধ্যমে। এমন গুঞ্জনের কারণ কী?
ইরা খান স্বয়ং এই গুঞ্জনের উপাদান ভাগ করে নিয়েছেন নেটমাধ্যমে। যা দেখে হতবাক নেটিজেনরা । তারা কটাক্ষও করেছেন ইরাকে।
কী এমন পোস্ট করেছেন আমির-কন্যা?
সপ্তাহান্তের প্রথম দিনে ইরা হাল্কা মেজাজে। খুনসুটিতে মেতেছিলেন তার যোগ প্রশিক্ষকের সঙ্গে। প্রশিক্ষণের ফাঁকেই আচমকা দুষ্টুমি। কব্জির জোরে যোগ গুরুকেই কাত করেছেন তার সুন্দরী শিষ্যা! ইরার হাতের চাপে দম বেরিয়ে আসার অবস্থা নূপুরের। জিভ ঠেলে বেরিয়ে এসেছে।
সেই ছবি পোস্ট করে ইরার মন্তব্য, ‘পুরোটাই নাটক!’ প্রিয় শিষ্যার খুনসুটির যোগ্য দোসর যোগগুরুও। পাল্টা মন্তব্যে নূপুরের দাবি, ‘কে নাটুকে! আমি?’ তারপরেই তার ঘোষণা, তিনি মোটেই নাটুকে নন। একই সঙ্গে নূপুরের এও দাবি, তিনি ইরাকে ভালবাসেন না! দেখতে দেখতে সেই কথা ভাইরাল নেটমাধ্যমে। যদিও বাকি ছবি বলছে, ইরা-নুপূরের ভালবাসা অটুট।
বেশ কিছুদিন আগেই যোগগুরুর সঙ্গে তার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন ইরা। আমির খান-কিরণ রাওয়ের দাম্পত্য বিচ্ছেদের দিনে কেনাকাটা করতেও দেখা যায় তাদের। ইরা-নূপূরের এই ঘনিষ্ঠতা নিয়ে অনেক দিন ধরেই চর্চা চলছে নেটমাধ্যমে।
শনিবার (১৭ জুলাই) যুগল ছবির মাধ্যমে তাদের ভালবাসার কথা আরও একবার জানাতেই তোপ নেটাগরিকদের, ‘তারকার মতোই তাদের সন্তানরাও ভালবাসার মর্ম বোঝেন না। এরা শুধুই প্রচার চান।’ আনন্দবাজার।
জাগরণ/এসএসকে