বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা রিয়ান্না

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০২১, ১০:৫৩ এএম বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা রিয়ান্না
রিয়ান্না ● স্কাই নিউজ

বিশ্বের সবচেয়ে ধনী নারী সংগীত তারকা এখন রিয়ান্না। ফোর্বসের সর্বশেষ তথ্য অনুযায়ী তিনি এখন বিলিয়নিয়ার। তার সম্পদের পরিমাণ ১.৭ বিলিয়ন মার্কিন ডলার।

জানা গেছে, ১.৭ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ১.৪ বিলিয়ন ডলারই এসেছে রিয়ান্নার প্রসাধনীর ব্যবসা প্রতিষ্ঠান ‘ফেন্টি বিউটি কসমেটিক্স’ থেকে। ২৭০ মিলিয়ন ডলার আয় হয়েছে তার অন্তর্বাসের ব্যবসা ‘স্যাভেজ এক্স ফেন্টি’, সংগীত ও অভিনয় থেকে।

বিনোদনজগতে পৃথিবীর সবচেয়ে ধনী নারী বর্তমানে অপরাহ উইনফ্রে। এরপরেই আছে রিয়ান্নার নাম।

২০১৬ সালের পর থেকে রিয়ান্না কোনও স্টুডিও অ্যালবাম প্রকাশ করেননি। সম্প্রতি বয়ফ্রেন্ড রকির সঙ্গে একটি মিউজিক ভিডিও শুটিং করতে দেখা গেছে তাকে। বিবিসি।

জাগরণ/এসএসকে