স্বামী আনাস সৈয়দের সঙ্গে মালদ্বীপে বেড়াতে গেছেন প্রাক্তন অভিনেত্রী সানা খান। বেড়াতে যাওয়ার একাধিক ভিডিও এবং ছবি নেটমাধ্যমে শেয়ার করেন সানা। মালদ্বীপে গন্তব্যে পৌঁছানো পর্যন্ত বিমানবন্দর থেকে জলের মধ্যে হোটেল পর্যন্ত যাত্রার ভিডিও শেয়ার করেন প্রাক্তন অভিনেত্রী। সানা জানান, অবশেষে তারা ঘোরার সুযোগ পেয়েছেন। বিমানবন্দরে সব সাবধানতা অবলম্বন করেছেন তারা। সবটাই ঠিকঠাক রয়েছে। ভিডিওতে সানাকে হিজাবে দেখা গেছে। অন্যদিকে আনাস সৈয়দকে সাদা কুর্তা-পাজামা ব্লেজারে দেখা গেছে।
মালদ্বীপ পৌঁছে স্বামী আনাসের সঙ্গে দারুণ সময় কাটছে সানার। প্রাক্তন অভিনেত্রী সোশ্যাল মিডিয়া ওয়াল জুড়ে রয়েছে তার একাধিক উদাহরণ। বিয়ের পর দাম্পত্য জীবনের নানা মুহূর্তের ছবি প্রায়শই সামাজিক মাধ্যমে শেয়ার করেন সানা খান। সম্প্রতি নবদম্পতি বেড়াতে গিয়েছেন মালদ্বীপে। গত বছর অক্টোবর মাসে সকলকে চমকে দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান।
সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, বিনোদন জগত থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। কারণ তিনি ইসলামের কাছে সমর্পন করতে চান নিজেকে৷ এরপরই এক মাসের মধ্যে গুজরাটের হীরে ব্যবসায়ী মুফতি আনাসের সঙ্গে নিকাহ সারেন তিনি।
প্রসঙ্গত, গত ২০ নভেম্বর আনাস সৈয়দের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সালমান খানের এককালের সহ অভিনেত্রী। বিয়ের পরেই নিজের নামে বদল এনে রাখেন সৈয়দ সানা খান।
জাগরণ/এমএইচ