প্রথম সিনেমার অনুভূতি জানিয়ে মাহা বলেন, ‘বাবা মারা যাওয়া পর গত এক বছরে ব্যবসা, নিজের ডাক্তারি পেশা গুছিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে আজ যখন এই ঘোষণা এলো, সত্যিই আমি দারুণ অভিভূত।’
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের আসন্ন সিনেমা পাপ-এর জন্য নতুন নায়িকার নাম ঘোষণা করেছে। তিনি জাকিয়া কামাল মুন, ডাকনাম মাহা। একাধারে তিনি মডেল, অভিনেত্রী ও ডাক্তার।
সৈকত নাসিরের পরিচালনায় এই সিনেমায় আরও অভিনয় করছেন চিত্রনায়ক রোশান। তার বিপরীতেই অভিনয় করবেন মাহা। গত ১৬ মার্চ থেকে শুরু হয়েছে সিনেমাটির শুটিং। এর ১০ দিন পর রবিবার ঘোষণা করা হলো এই সিনেমার নতুন মুখ মাহার নাম।
বেশ কয়েকটি নাটক ও দুটি ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। প্রথম সিনেমার অনুভূতি জানিয়ে মাহা বলেন, ‘বাবা মারা যাওয়া পর গত এক বছরে ব্যবসা, নিজের ডাক্তারি পেশা গুছিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে আজ যখন এই ঘোষণা এলো সত্যিই আমি দারুণ অভিভূত।’
আগামী ২ এপ্রিল থেকে শুটিংয়ে অংশ নেবেন বলে জানান মাহা।
গত ১০ ফেব্রুয়ারি জাজ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দিয়েছিলপাপ-এর জন্য নতুন মুখ তারা।
সেই পোস্টে বলা হয়, ‘মার্চের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে জাজ প্রযোজিত, সৈকত নাসির পরিচালিত থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা পাপ। এই সিনেমায় নায়ক হিসাবে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক রোশান। আর নায়িকা? পাপ সিনেমায় জাজ এক নতুন মুখ উপহার দিতে যাচ্ছে। সুন্দরী শিক্ষিত ট্যালেন্টেড এই নায়িকার ফার্স্ট লুক খুব শিগগিরই রিভিল করা হবে। তিনি ২০২২ সালে জাজের ৩টি সিনেমা করবেন। আশা করি এর মধ্য দিয়েই ঢালিউডে প্রতিষ্ঠা পেতে যাচ্ছে আরেক নতুন মুখ।’
ইউএম