শাহরুখের নতুন চমক

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০১:১৮ এএম শাহরুখের নতুন চমক
ছবি ● সংগৃহীত

১৯৯২ সালে যাত্রা শুরু। এরপর পেরিয়ে গেছে ৩১ বছর। একবারের জন্যও থামেননি। ভক্তদের দিয়ে গেছেন বিনোদন। তিনি বলিউডের বাদশাহ খ্যাত শাহরুখ খান।

রোববার (২৫ জুন) বলিউডে ৩১ বছর পূর্ণ হয় শাহরুখের। এ উপলক্ষে ভক্তদের জন্য এক চমক নিয়ে হাজির হন তিনি। ৩১ মিনিট প্রশ্ন করার সুযোগ দেন টুইটারে।

শাহরুখকে প্রশ্ন করার সুযোগ পেয়ে যারপনাই খুশি হন ভক্তরা। বেশির ভাগই প্রশ্ন করেন তার পরবর্তী সিনেমা ‘জওয়ান’ নিয়ে। এই সিনেমার টিজার কবে আসবে তা জানতে চান। তবে এ ব্যাপারে বিস্তারিত জানাননি শাহরুখ।

ভিন্নধর্মী এক প্রশ্ন করেন একজন। তিনি জানতে চান, ৩১ বছরে শাহরুখের অর্জন কী? এর জবাবে ডনখ্যাত অভিনেতা বলেন, ‘দীর্ঘ সময় ধরে অনেক মানুষকে বিনোদিত করতে পারাই আমার অর্জন।’

দিওয়ানা সিনেমার মধ্য দিয়ে ১৯৯২ সালে বলিউডে অভিষেক হয় শাহরুখের। ওই সিনেমায় তার সহশিল্পী ছিলেন দিব্যা ভারতী, ঋষি কাপুর ও আমরিশ পুরি।

বছরের শুরুতে ‘পাঠান’ এর হাত ধরে ব্লকবাস্টার সাফল্য পান শাহরুখ। আগামী ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’। ছবিতে শাহরুখ ছাড়াও অভিনয় করেছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি, বলিউডের সান্য মলহোত্রা।

জাগরণ/বিদেশিবিনোদন/বলিউড/এসএসকে