শুটিংয়ে আহত শাহরুখ খান

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ১২:৩১ এএম শুটিংয়ে আহত শাহরুখ খান
বলিউড বাদশা শাহরুখ খান

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। পরে যুক্তরাষ্ট্রেরই একটি হাসপাতালে তার নাকে অস্ত্রোপচার করা হয়েছে।

দুর্ঘটনার পরে শাহরুখ ভারতে ফিরে এসেছেন এবং নিজের বাড়িতে অবস্থান করছেন। তার নাকে ব্যান্ডেজ দেখা গেছে। 

এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রজেক্টের জন্য শুটিং করছিলেন। এ সময় তিনি নাকে আঘাত পান। এতে তার রক্তক্ষরণ শুরু হলে সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেও=য়া হয়। 

চিকিৎসকরা জানান, উদ্বেগের কিছু নেই। রক্তপাত বন্ধ করার জন্য তার নাকে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে।  

শাহরুখ বেশ কয়েক দিন ধরেই দেশের বাইরে ছিলেন। লস অ্যাঞ্জেলেসে একটি সিনেমার শুটিং চলছিল। যদিও কোন ছবির সেটে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

এখন পর্যন্ত শাহরুখ বা তার দল এই দুর্ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। 

এর আগে দীর্ঘ চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে বড় পর্দায় ফেরেন কিং খান। হিন্দি সিনেমার নিরিখে ‘পাঠান’ এখন সর্বকালের সবচেয়ে বড় ব্যবসাসফল সিনেমা। বক্স অফিসে হাজার কোটি রুপিও বেশি আয় করেছে সিনেমাটি। মুখ্য চরিত্রে শাহরুখ ছাড়া আরও অভিনয় করেন জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। এই ছবিতে টাইগার চরিত্রে ক্যামিও করেন সালমান খান। হিন্দুস্তান টাইমস।

জাগরণ/বিদেশিবিনোদন/বলিউড/এসএসকে