এক লাখ ডলার চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের করা মামলায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়েদা হাফসা ঝুমা অভিযোগ গঠন করে আগামী ৯ আগস্ট মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এর মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।
শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ গঠনের সময় রহমত উল্লাহ নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন।
এর আগে গত ২৩ মার্চ আদালতে শাকিব খান বাদী হয়ে রহমত উল্লাহ নামে এই প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন।
জাগরণ/দেশেরবিনোদন/ঢাকাইচলচ্চিত্র/এসএসকে