‘মাইক’ সিনেমার শুভমুক্তি ১১ আগস্ট

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩, ১২:৪৫ এএম ‘মাইক’ সিনেমার শুভমুক্তি ১১ আগস্ট
ছবি ● সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাত মার্চের ভাষণের ওপর নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ সিনেমার টিজার প্রকাশ পেয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১১ আগস্ট। পূর্ণদৈর্ঘ্য এ চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের অনুদানে নির্মিত। ছবিটির মিডিয়া পার্টনার একাত্তর টেলিভিশন।

এফএম শাহীনের প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করছেন এফএম শাহীন ও হাসান জাফরুল বিপুল। এর  গত ২৯ মে চলচ্চিত্রটি আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছিল। চলচ্চিত্রটির গল্পকারও এফএম শাহীন।

তিনি বলেন, আমার বিশ্বাস, চলচ্চিত্রটি নতুন প্রজন্মের কাছে জাতির পিতার ঐতিহাসিক সাত মার্চের ভাষণ নতুন মাত্রায় পৌঁছে দেবে।

সিনেমাতে জুটি হয়ে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী তানভীন সুইটি। এছাড়াও বিশিষ্ট অভিনেতা তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভুঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিতকে কেন্দ্র করে সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে।

গত ২৮ মার্চ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) অডিটোরিয়ামে চলচ্চিত্রটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জাগরণ/দেশেরবিনোদন/চলচ্চিত্র/এসএসকে