‘বঙ্গমাতা’র প্রিমিয়ার অনুষ্ঠিত

বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৯:৫২ পিএম ‘বঙ্গমাতা’র প্রিমিয়ার অনুষ্ঠিত
ছবি ● সংগৃহীত

শিল্পকলার জাতীয় নাট্যশালায় হয়ে গেলো গৌতম কৈরি পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গমাতা’র প্রিমিয়ার প্রদর্শনী।

ছবিটিতে বঙ্গমাতা রেনুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

শোকাবহ আগস্ট মাসকে উপলক্ষ করে সোমবার বিকেলে ‘বঙ্গমাতা’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবিটির সাথে সংশ্লিষ্ট কলাকুশলীরা।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় খোরশেদ বাহারের ‘বঙ্গমাতা: ইতিহাসের নিভৃত সৈনিক’ উপন্যাস অবলম্বনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন নাসরিন মুস্তাফা। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন শাকিল আহমেদ। 

ছবিটিতে বঙ্গমাতার ৩ বছর বয়সের সময়কাল থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্টে মৃত্যুর আগ পর্যন্ত জীবনকে স্বল্প পরিসরে তুলে ধরা হয়েছে। ২৮ মিনিট ৪৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি ৮ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় জাদুঘরে প্রতি ঘণ্টায় প্রদর্শন করা হবে।  

শিল্পকলা একাডেমির প্রতিটি শাখা ও বিভিন্ন স্কুল-কলেজে ৮ আগস্ট থেকে প্রদর্শিত হতে ‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

জাগরণ/দেশেরবিনোদন/স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র/এমএ