ডেঙ্গু নিয়ে আতংকিত না হওয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর 

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৫:৫০ পিএম ডেঙ্গু নিয়ে আতংকিত না হওয়ার আহবান স্বাস্থ্যমন্ত্রীর 
স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যরা

ডেঙ্গু নিয়ে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ডেঙ্গু হলে ভয়ের কিছু নেই, সবাইকে সচেতন হতে হবে। এডিস মশার জন্ম নেয়া স্থানগুলোকে চিহ্নিত করে সে স্থানগুলো ধ্বংস করতে হবে।

সোমবার (২৪ জুন) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান।  

স্বাস্থ্য মন্ত্রী বলেন, দেশে এ বছর ডেঙ্গুর প্রকোপ শুরুর পর থেকে দুজন শিশুর মৃত্যু হয়েছে। সরকার চায়, ডেঙ্গুতে যেন আর কারো আকাল মৃত্যু না হয়। এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। 

জাহিদ মালেক বলেন, এখন আর ডেঙ্গু নিয়ে আতংকিত না হয়ে সকলকে ডেঙ্গু উৎপত্তি স্থল চিহ্নিত করে সে স্থানগুলো ধ্বংস করতে হবে। 

মন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা ডেঙ্গু নিয়ে দুই  সিটি করপোরেশনের সঙ্গে বৈঠক করেছি। তাদের মশা মারা ওষুধ ও ফগার মেশিন বাড়াতে বলেছি। তারাও বসে নেই। ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছে। জনসচেতনতা সৃষ্টি করছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আসাদুজ্জামান, ওষুধ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহাবুব উর রহমানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এমএএম /বিএস