ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত ১৭৯

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০৯:১৩ এএম ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্ত ১৭৯

এবার ঢাকা শহরের বাইরে বিভাগীয় ও জেলা শহরে ডেঙ্গু ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়েছে, সেভাবে গত ১৮ বছরে ছড়ায়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ও চিকিৎসক আয়েশা আক্তার দৈনিক জাগরণকে জানান, গাজীপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, খুলনা, যশোর ও বরিশাল মিলিয়ে ১৭৯জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন, বর্তমানে ভর্তি আছেন ৪৪জন।

তথ্যমতে- গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ৪২ জনের ডেঙ্গু জ্বর ধরা পড়ে, বর্তমানে ভর্তি ১৪ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭১ জনের ডেঙ্গু জ্বর ধরা পড়ে, বর্তমানে ভর্তি আছেন ৮জন। কুষ্টিয়া জেলা সদর হাসপাতালে ধরা পড়ে ১৬ জনের, ভর্তি আছেন ৫ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ধরা পড়ে ২৪ জনের, ভর্তি আছেন ৮ জন। যশোর ২৫০ শয্যার হাসপাতালে ধরা পড়ে ৫ জনের, ভর্তি আছেন ৩ জন। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জনের ধরা পড়ে, ভর্তি আছেন ৬ জন।

তবে কোনো মৃত্যুর ঘটনা নেই।

আরএম/টিএফ

আরও সংবাদ