বাসায় ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১২, ২০২০, ০৮:৫৪ পিএম বাসায় ফিরলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ● বিবিসি

করোনাভাইরাস থেকে সেরে উঠে রোববার (১২ এপ্রিল) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এখনই তিনি কাজে যোগ দেবেন না।

করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসা থেকে কয়েকদিন আগে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার ১০ দিন পর তাকে হাসপাতালে নেয়া হয়েছিল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, হাসপাতালে নেয়ার আগে বরিসের শরীরের তাপমাত্রা বেশিসহ করোনার উপসর্গ ছিল। তাকে এক রাতের জন্য হাসপাতালে নেয়া হলেও বেশ কয়েকদিন কাটাতে হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার (১১ এপ্রিল) বলা হয়, ডাক্তারদের পরামর্শক্রমে প্রধানমন্ত্রী আপাতত অফিস করবেন না।

এসএমএম

আরও সংবাদ