উইন্ডসর ক্যাসলে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২১, ০৫:৫৫ পিএম উইন্ডসর ক্যাসলে প্রিন্স ফিলিপের শেষকৃত্য

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও রাজ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন হয়েছে লন্ডনের উইন্ডসর ক্যাসলে। রাজকীয় এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বিবিসি।

শেষকৃত্য অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে আগেই। আয়োজনস্থলে জড়ো হতে শুরু করেছেন রাজ পরিবারের সদস্যসহ দেশ বিদেশের আমন্ত্রিত অতিথিরা।আনুষ্ঠানিকভাবে আজ প্রিন্স ফিলিপকে চিরবিদায় জানাবেন স্ত্রী এলিজাবেথ। এছাড়াও কয়েক হাজার মানুষ বার্কশায়ার শহরে শেষ শ্রদ্ধা জানাবেন ডিউক অব এডিনবার্গকে।
 
যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ১১টায় প্রিন্স ফিলিপের কফিন আয়োজনস্থলে পৌঁছায়। দুপুর তিনটায় রাষ্ট্রীয় বাহিনী শ্রদ্ধা জানানোর পর উইন্ডসর ক্যাসেলের ভেতর শ্রদ্ধা জানাবেন পরিবারের সদস্যরা।শেষকৃত্যে উপস্থিত থাকবেন ফিলিপ-এলিজাবেথ দম্পতির সন্তান প্রিন্স চার্লস, অ্যান্ড্রু, এডওয়ার্ড, প্রিন্সেস অ্যান, এবং নাতি প্রিন্স উইলিয়াম, হ্যারিসহ আরও অনেকেই।যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার ৯৯ বছর বয়সে মারা যান প্রিন্স ফিলিপ। রাজ পরিবারের গুরুত্বপূর্ণ এই সদস্যের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ব্রিটেন।

আরও সংবাদ