পূর্ব জেরুজালেমে কট্টর ইহুদী, ফিলিস্তিনি আর পুলিশের দফায় দফায় সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছে। ইসরায়েল অধিকৃত এলাকাটিতে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ তাদের আলাদা করার চেষ্টা করলে এই সংঘর্ষ বাধে বলে জানিয়েছে বিবিসি।
রমজানের শুরুতে ১৩ এপ্রিল থেকেই এ অঞ্চলে উত্তেজনা শুরু হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (২২ এপ্রিল) কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক হতাহত হয়। এসময় অন্তত ৫০ জনকে আটক করে পুলিশ।
জেরুজালেমের প্রাচীন শহর দামেস্কের প্রধান ফটকে উগ্র ইহুদীবাদী লেহাভা গ্রুপের সমর্থকরা মিছিল করতে গেলে সেখানে বিক্ষোভরত ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষে জড়ায় তারা।
একে অপরকে লক্ষ্য করে পাথর, ইট পাটকেল আর পানির বোতল ছুড়তে থাকে উভয় পক্ষ। এসময় পুলিশ স্টান গ্রেনেড, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে।
পূর্ব জেরুজালেমের এই অঞ্চলটিতে দীর্ঘদিন ইহুদী ও মুসলিমরা সহবস্থানে রয়েছে। গত কয়েকদিন ধরেই ধর্মীয় ও জাতীয়তাবাদ ইস্যুতেই দুপক্ষের মধ্যে বিরোধ বাড়ে।
১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুদ্ধ জয়ের পর ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম অংশের দখল নেয় ইসরায়েল। পরবর্তীতে এই শহরকে রাজধানী হিসেবে ঘোষণা দেয় দেশটি। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে।
অন্যদিকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে - এমনটাই আশা ফিলিস্তিনিদের।