সপ্তাহের শেষ দিনেও ভারতে সংক্রমণ-মৃত্যুর রেকর্ড

জাগরণ ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২১, ১২:৪৫ পিএম সপ্তাহের শেষ দিনেও ভারতে সংক্রমণ-মৃত্যুর রেকর্ড

গোটা সপ্তাহজুড়েই একের পর এক সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড গড়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত ৩,৬৪৫ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ দৈনিক মৃত্যু।

একই সময়ে সর্বোচ্চ দৈনিক শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৯ হাজার করোনা রোগী। এরই মাধ্যমে ভারতে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখে দাঁড়িয়েছে। মোট মৃতের সংখ্যা দুই লাখ চার হাজার।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল)কর্ণাটক আর পশ্চিমবঙ্গে রেকর্ড সংক্রমণ হয়েছে। দুই রাজ্যে যথাক্রমে ৩৯ হাজার ও ১৭ হাজার ২০৭ জন শনাক্ত হয়েছে ২৪ ঘণ্টায়। যদিও সর্বোচ্চ সংক্রমণের মাঝেই ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গে।

১৫ এপ্রিল থেকে প্রতিদিনই ভারতে ২ লাখের বেশি সংক্রমণ হয়েছে। গত এক সপ্তাহে যা ছাড়িয়ে গেছে তিন লাখের ওপরে।

কুম্ভ মেলা আর বিধানসভা নির্বাচনকেই এই সংক্রমণের বিস্ফোরণ সৃষ্টির জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে ভয়াবহতা বাড়িয়েছে হাসপাতালগুলোর অক্সিজেন ও আসন সংকট। যদিও চীনসহ বেশ কিছু দেশ চিকিৎসা সরঞ্জাম আর টিকা নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে।

আরও সংবাদ