দ্বিতীয় দফায় লন্ডনের মেয়র সাদিক খান

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২১, ১১:০৪ এএম দ্বিতীয় দফায় লন্ডনের মেয়র সাদিক খান

হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় লন্ডনের মেয়র নির্বাচিত হলেন সাদিক খান। ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতা শন বেইলিকে প্রায় ৩ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে জয় নিশ্চিত করেন তিনি।

২০১৬ সালে লন্ডনের প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হন সাদিক খান। এবার দ্বিতীয় দফায় আরও তিন বছর ক্ষমতায় থাকার সুযোগ পেলেন তিনি।

সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, মার্চ থেকে বিভিন্ন জরিপে বেইলির চেয়ে ২৫ পয়েন্ট এগিয়ে ছিলেন লেবার পার্টির নেতা সাদিক খান। শতকরা প্রায় ৫৩ ভাগ ভোটারই তাকে সমর্থন দেন।

শুক্রবার ভোট গণনার প্রথম দিন শেষে, শন বেইলির চেয়ে ২৪ হাজার ২৬৭ ভোটে এগিয়ে ছিলেন খান। ভোট গণনার সঙ্গে এই ব্যবধান বাড়তে থাকে।

শেষ পর্যন্ত পাকিস্তানি বংশোদ্ভূত এই নেতা ১২ লাখ ৬ হাজার ৩৪ ভোটে জয়ী হন। প্রধান প্রতিদ্বন্দ্বী বেইলি পেয়েছেন মোট ৯ লাখ ৭৭ হাজার ৬০১ ভোট। শতকরা প্রায় ৫৫ দশমিক ২ ভাগ ভোট পড়েছে সাদিক খানের ঝুলিতে।

যুক্তরাজ্যের স্থানীয় সময় শনিবার বেলা ১১টায় খানের দ্বিতীয় দফায় সাদিক খানকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন।

আরও সংবাদ