ইসরায়েলে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস উদ্বোধন

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৩১, ২০২১, ১০:০০ পিএম ইসরায়েলে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস উদ্বোধন

ইসরায়েলের রাজধানী তেল আবিবে আনুষ্ঠানিকভাবে দূতাবাস উদ্বোধন করেছে সংযুক্ত আরব আমিরাত।

১৯৯৬ সালে ওয়াদি চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল জর্ডান। এরপর দ্বিতীয় কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল।

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, গত আট মাস ধরেই ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক জোরদারের চেষ্টা চলছিল। দুই দেশের কর্মকর্তারা একাধিকবার তেল আবিব ও আবুধাবি সফর করেছেন।

সম্প্রতি ফিলিস্তিনের গাজায় বিমান হামলার পর বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কয়েকটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলেও এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি সংযুক্ত আরব আমিরাত।

২০২০ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম অ্যাকর্ড চুক্তির মাধ্যমেই প্রথমবার দ্বিপক্ষীয় সম্পর্কে আবদ্ধ হয় আবুধাবি ও তাল আবিব।

আরও সংবাদ