ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, মৃত্যু ৩৯২১

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৪, ২০২১, ১১:৪৮ এএম ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত কমেছে, মৃত্যু ৩৯২১

ভারতে আগের দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা আরও কমছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর ফের এতটা কম হল দৈনিক আক্রান্তের সংখ্যা। পাশাপাশি দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেল। 

এদিকে শনাক্তের হার কমলেও ফের ঊর্ধ্বমুখী মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ৯২১ জন।

ভারতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমেছে ১০ লাখের নিচে। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৯ লাখ ৭৩ হাজার ১৫৮ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জনে।