৩২১টি ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ১১:৪২ পিএম ৩২১টি ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন
ছবি ● প্রতীকী

ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো জানিয়েছেন, এ পর্যন্ত তার দেশ পশ্চিমা মিত্রদের থেকে ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে। তবে ইউক্রেনকে ট্যাংক দেয়ার ব্যাপারে একেক দেশের একেক রকমের শর্ত রয়েছে বলেও জানান তিনি। ওমেলচেংকো বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এসব ট্যাংক পেতে চাই। কোন দেশ ইউক্রেনকে কতটি ট্যাংক দেবে, এমন প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) ফ্রান্সের বিএফএম টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র-জার্মানিসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশ কিয়েভকে ট্যাংক সরবরাহ করতে না চাইলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসে।

রাশিয়া বলছে, এসব ট্যাংক যুদ্ধ-পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটাবে না বরং ইউক্রেনের জনগণের দুর্ভোগ বাড়াবে। সংঘাত আরও দীর্ঘ হবে। সিএনএন।

জাগরণ/আন্তর্জাতিক/রাশিয়াইউক্রেনযুদ্ধ/এসএসকে