বাখমুতে লড়াই চলছে

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ৫, ২০২৩, ১২:৪৫ এএম বাখমুতে লড়াই চলছে
ছবি ● ফাইল ফটো

ইউক্রেনের বাখমুত শহরের রাস্তায় দেশটির সেনাদের সাথে রুশ বাহিনীর তীব্র লড়াই চলছে, তবে মস্কো এখনও শহরের নিয়ন্ত্রণ নিতে পারেনি বলে দাবি ডেপুটি মেয়রের। 

বাখমুতের ডেপুটি মেয়র অলেক্সান্ডার মারচেনকো শনিবার (৪ মার্চ) বিবিসিকে বলেন, শহরটিতে বর্তমানে চার হাজার বেসামরিক নাগরিক গ্যাস, বিদ্যুৎ বা পানি ছাড়াই আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

তিনি আরও বলেন, শহরের একটি বিল্ডিংও হামলা থেকে নিস্তার পায়নি। শহরটি ‘প্রায় ধ্বংস’ হয়ে গেছে।

রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনী, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান যে, তার ইউনিটগুলো পূর্বাঞ্চলীয় ‘বাখমুতকে কার্যত ঘিরে ফেলেছে’।

তিনি আরও বলেন, সেখানে আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহারের জন্য এখন ‘মাত্র একটি পথই খোলা আছে’।

যদিও একই দিনে প্রকাশিত এক ভিডিওতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেছেন।

বাখমুতের প্রতিরক্ষায় নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের সাহসিকতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন জেলেনস্কি।

পাশপাশি রাশিয়াকে মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহি করানোর লক্ষ্যে আরও সহযোগিতা চেয়েছেন তিনি।

শনিবার (৪ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাখমুত শহর প্রায় সম্পূর্ণরূপে বেষ্টন করে নেয়ার দাবি করেছে ওয়াগনার প্রাইভেট আর্মির প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। সাত মাসেরও বেশি সময় ধরে আক্রমণে শহরটি প্রায় ধংসস্তুপে পরিণত হয়েছে। 

মস্কো বলছে, এ শহরের 'নিয়ন্ত্রণ' একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় বছরে কার্যত এক গুরুত্বপূর্ণ বিজয়ের দোরগোড়ায় রাশিয়া। বিবিসি।

জাগরণ/রাশিয়াইউক্রেনযুদ্ধ/এসএসকে