জাপান সাগরে সুপারসনিক মিসাইল ছুড়ল রাশিয়া

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ১২:০১ এএম জাপান সাগরে সুপারসনিক মিসাইল ছুড়ল রাশিয়া
ছবি ● সংগৃহীত

জাপান সাগরে সুপারসনিক অ্যান্টি-শিপ মিসাইল ছুঁড়েছে রাশিয়ার নৌবাহিনী।

মঙ্গলবার (২৮ মার্চ) একটি নকল লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ থেকে একটি নকল লক্ষ্যবস্তুতে, দুটি মস্কিট ক্রুজ মিসাইল ছোঁড়া হয়েছে। ১০০ কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে মিসাইল দুটি সফলভাবে আঘাত হানে বলে জানায় মন্ত্রণালয়।

পি- টু সেভেন জিরো মস্কিট মিসাইল সোভিয়েত আমলের একটি মাঝারি-পাল্লার সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ১২০ কিলোমিটার দূরত্বে থাকা জাহাজকে ধ্বংস করতে সক্ষম।

টোকিও মস্কোর সামরিক কার্যক্রমের বিষয়ে সজাগ রয়েছে বলে জানিয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি বলেছেন, টোকিও মস্কোর সামরিক এই ধরনের অভিযানের বিরুদ্ধে সজাগ থাকবে। তিনি আরও বলেছেন, সুপাসনিক এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৮ মার্চ) হায়াশি সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকা মধ্যেই রুশ বাহিনী জাপানের আশপাশের অঞ্চলসহ দূর প্রাচ্যে আরও সক্রিয় হয়ে উঠছে।’  রয়টার্স।

জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে