চিজের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০৯:৪৯ পিএম চিজের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু

ইতালিতে পারমেসান স্টাইল চিজের হাজার হাজার খণ্ডের নিচে চাপা পড়ে মারা গেছেন এক বৃদ্ধ।

রোববার লম্বার্ডি অঞ্চলে নিজের গুদামে একটি শেলফ ভেঙ্গে গেলে ৭৪ বছর বয়সী জিয়াকোমো চিয়াপারিনি চিজের নিচে চাপা পড়েন। 

দমকলকর্মী আন্তোনিয়ন দুসি জানান, শেলফ ভেঙে যাওয়ার ফলে চিজের হাজার হাজার খণ্ড জিয়াকোমোর ওপর পড়ে, যার প্রতিটির ওজন প্রায় ৪০ কেজি। তার মরদেহ খুঁজে পেতেও প্রায় ১২ ঘণ্টা সময় লাগে। 

কিছু খণ্ড প্রায় ৩৩ ফুট উঁচু থেকে পড়েছিল বলে জানা গেছে এবং একজন স্থানীয় বাসিন্দা ইতালীয় গণমাধ্যমকে বলেছেন, ধসের শব্দ ‘বজ্রপাতের মতো’ ছিল।

এ দুর্ঘটনার ফলে প্রায় ৭০ লাখ ইউরোর আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

ইতালীয় গণমাধ্যমের সাথে কথা বলার সময়, একজন প্রতিবেশী চিয়াপারিনিকে ‘খুবই সহায়ক...এবং উদার’ বলে বর্ণনা করেছেন। তারা  বলেন, তিনি কয়েক দশক আগে এক সন্তানকে হারান।

মিলান থেকে প্রায় ৫০ কিলোমিটার পূর্বে রোমানো ডি লোম্বার্ডিয়াতে অবস্থিত গুদামটিতে গ্রানা পাদানোর মোট ২৫ হাজার চাকতি রয়েছে। এটি পারমেসানের মতো এক ধরণের শক্ত পনির যা ইতালিতে বেশ জনপ্রিয়।

জাগরণ/আন্তর্জাতিক/এসএসকে/এমএ