বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ১৭, ২০২১, ১২:১৬ পিএম বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সোলিহ।

রাজধানীর ধানমন্ডিতে বুধবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা জানান।

এর আগে সকালে ঢাকায় পৌছেই সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। সেখানে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এছাড়াও তিন বাহিনীর সুসজ্জিত একটি দল মালদ্বীপের প্রেসিডেন্টকে সম্মান প্রদর্শন করেন। সেখানে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে তিনি স্বাক্ষর করেন। একটি বকুল ফুল গাছের চারাও রোপন করেন তিনি।

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহম্মদ সোলিহ। বিকেলে তিনি তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন। বাংলাদেশের রাষ্ট্রপতি বিকেল সাড়ে ৪টায় এই অনুষ্ঠানে যোগ দেবেন প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ।