শীতের ফ্যাশনে টুপি

ঝুমকি বসু প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২১, ০৪:০৫ পিএম শীতের ফ্যাশনে টুপি

সারাদেশে বেড়েছে শীতের তীব্রতা। গরম কাপড়ের বাজারও বেশ গরম হয়ে উঠেছে। মাথা ও কানে ঠাণ্ডা হিমেল বাতাস থেকে রক্ষা করতে বাজারে রয়েছে হরেক রকমের টুপি। শুধু শীত থেকে রক্ষা নয়, ফ্যাশনে এখন টুপি খুবই আকর্ষনীয়। কয়েক  ধরনের টুপিই পাওয়া যায় বাজারে।

চলুন দেখে নেই টুপির রকমারি

মাঙ্কি টুপি
এখন জনপ্রিয় হয়ে উঠেছে আস্তিনসহ টুপিগুলো। ছোটদের জন্য ভালুক, কার্টুনের টুপি এবং বড়দের জন্য একরঙা বা বিভিন্ন রঙের সংমিশ্রণের টুপিও পাওয়া যাচ্ছে।

মাফলারসহ টুপি
আজকাল বাজারে এমন টুপিও এসেছে যার সাথের একটা অংশ মাফলারের মতো গলায় জড়িয়ে রাখা যাবে। 

ক্যাপের মতো টুপি
গুলো গেঞ্জি কাপড় থেকে মোটা উলেরও হয়ে থাকে। ছেলে মেয়ে উভয়ের মাঝেই এই টুপির চাহিদা খুব।

টুপির রঙ

টুপির রঙ যাচাইয়ের ক্ষেত্রে সচেতন হতে হবে। সব ধরনের পোশাকের সঙ্গেই মানানসই হবে এমন রঙ নির্বাচন করা উচিত। যেমন কালো, ধূসর রঙয়ের টুপি যে কোনো পোশাকের সঙ্গেই মানিয়ে যাবে।

কোথায় পাবেন?

রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, চন্দ্রিমা সুপার মার্কেট, নুরজাহান মার্কেট, বদরুদ্দোজা মার্কেট, বঙ্গবাজার, গুলিস্তানসহ অনেক স্থানেই এমন সব রঙ-বেরঙয়ের বাহারি শীতের টুপি পেয়ে যাবেন। এছাড়া ফ্যাশন হাউজগুলোতে এবং বিভিন্ন অনলাইন শপে মিলবে হাল ফ্যাশনের সঙ্গে মানাসই টুপি।

দরদাম

কাপড়ের রকমভেদের উপর টুপির দাম নির্ভর করে। প্রতিটি টুপির দাম ৫০ টাকা থেকে ৫০০ টাকার মধ্যেই থাকবে।