খবরের কাগজ জীবাণুমুক্ত করবেন যেভাবে

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ৬, ২০২১, ০৩:১৪ পিএম খবরের কাগজ জীবাণুমুক্ত করবেন যেভাবে

অনেকেই আছেন যাদের সকাল শুরু হয় পত্রিকা হাতে নিয়ে। চায়ের কাপে চুমুক আর পত্রিকার সংবাদে চোখ বুলানো তাদের নিয়মিত অভ্যাস।  তবে চারপাশে করোনা সংক্রমণ বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ঘরে খবরের কাগজ রাখাও কমিয়ে দিয়েছেন অনেকে। কিন্তু খবরের কাগজ পড়ার অভ্যাসটা তো যায়নি। তাই খবরের কাগজ জীবাণুমুক্ত করে নিতে পারেন।


খবরের কাগজ, টাকা কিংবা বই কীভাবে জীবাণুমুক্ত করবেন, এই বিষয়ে ধারনা দিয়েছেন বিশেষজ্ঞরা।

  • করোনা ভাইরাস খবরের কাগজ, টাকা, বইয়ের উপর বেশিক্ষণ থাকতে পারে না।
  • খবরের কাগজ বাড়িতে দিয়ে যাওয়ার পর এটি খোলা জায়গা রেখে দিন। ২ থেকে ৩ ঘণ্টা পর ব্যবহার করুন।
  • টাকা ব্যবহারে সতর্কতা মানতে হবে। এর মাধ্যমে ভাইরাস ছড়ানোর প্রবণতা বেড়ে যায়। টাকা জীবাণুমুক্ত করতে সাবান পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। এছাড়াও ঘণ্টাখানেক রোদে রেখে দিলেও জীবাণুমুক্ত হবে।