সিগনেচার বাই খাজানায় বাহারি ইফতার

জাগরণ ডেস্ক প্রকাশিত: মার্চ ২৬, ২০২৩, ১২:৪৯ এএম সিগনেচার বাই খাজানায় বাহারি ইফতার

খাবারদাবার

.....

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের কেন্দ্রস্থলে অবস্থিত ফাইন ডাইন ভারতীয় রেস্তোরাঁ ‘সিগনেচার বাই খাজানা’। এই রমজানে অতিথিদের জন্য মজাদার ইফতারসামগ্রীর আয়োজন করেছে তারা। পুরোনো দিল্লি থেকে শুরু করে রাজকীয় মোগলাই খাবার পাওয়া যাবে পুরো রমজানে—

কাবাব, তন্দুরি, মাটন কোরমা, মাটন স্টু, চিকেন মোগলাই ও চিকেন জাহাঙ্গীরি রয়েছে ইফতারের মেনুতে।

সিগনেচার বাই খাজানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অভিষেক সিনহা বলেন, ‘বাড়ি নং ২, সড়ক ৯০, গুলশান-২ (নাভিদ কমেডি ক্লাব) ঠিকানায় এ বছর রমজান মাসব্যাপী এই আয়োজন থাকবে। সঙ্গে ফুডপান্ডা ধানমন্ডি ইফতার বাজারেও পাওয়া যাবে সব খাবার।’

পাঁচ তারকায় রমজান আয়োজন

হোটেলটির সিগনেচার ইফতার আইটেম যেমন শাহি লখনৌ হালিম, ট্যাংরি কাবাব, বাদশাহি কাঠি রোলসও এই আয়োজনে থাকবে। বিশেষ কাশ্মির থেকে আনা জাফরানি জিলাপি।

লাইভ কাউন্টার থেকে শুরু করে রয়েছে নানা আয়োজন। রেস্তোরাঁর কনভেনশন হলে করপোরেট ইফতার ও ডিনার পার্টির বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশের সাবেক জাতীয় ক্রিকেটার আতাহার আলী খানের সঙ্গে সিগনেচার বাই খাজানার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অভিষেক সিনহা ● সংগৃহীত

টেক অ্যাওয়ে বক্স এবং ইফতার ডালা, করপোরেট উপহারের বিশেষ ব্যবস্থা তো রয়েছে।বুকিং ও এবং বিস্তারিত তথ্য জানা যাবে ০১৬৭৮২২২২০৫০ নম্বরে।

জাগরণ/লাইফস্টাইল/সিগনেচারবাইখাজানাইফতারবাজার/এসএসকে