বৃষ্টির মধ্যেই জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুন ২৯, ২০২৩, ০৪:৩৯ পিএম বৃষ্টির মধ্যেই জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত
ছবি ● সংগৃহীত

রাজধানীতে বৃষ্টিপাত উপেক্ষা করেই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়েছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

রাজধানীবাসীর সঙ্গে জামাতে অংশ নেন ঢাকার দুই মেয়রসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও। 

জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসসহ সংসদ সদস্যরা নামাজ আদায় করেন।

ঈদের জামাত উপলক্ষে ঈদগাহ মাঠে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আর্চওয়ের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি পেরিয়ে ঈদগাহে ঢুকতে হয় সবাইকে। জায়নামাজ ও ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে নেয়ার অনুমতি ছিল না সেখানে।

এ জামাতের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের জামাতের ব্যবস্থা ছিল এই ঈদগাহে।মূল প্যান্ডেলের বাইরেও হাজার হাজার মানুষ নামাজ পড়ার ব্যবস্থা ছিল। তবে বৃষ্টির কারণে মুসল্লির সংখ্যা কম হয়েছে।

পুরুষদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা ছিল জাতীয় ঈদগাহে।

 সকাল সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জামাত হয় সকাল আটটায়। সকাল ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ ও পৌনে ১১টায় শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেখানে।

জাগরণ/জাতীয়/এসএসকে