ওবায়েদ আকাশের কাব্যগ্রন্থ ‘নির্জনতা শুয়ে আছে সমুদ্র প্রহরায়’

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১০, ২০২১, ০৭:২৬ পিএম ওবায়েদ আকাশের কাব্যগ্রন্থ ‘নির্জনতা শুয়ে আছে সমুদ্র প্রহরায়’

এবারের বইমেলায় অধুনাবাদী চিন্তার লিটল ম্যাগাজিন ‘শালুক’ থেকে প্রকাশিত হয়েছে ওবায়েদ আকাশের নতুন কবিতার বই ‘নির্জনতা শুয়ে আছে সমুদ্র প্রহরায়’।

ওবায়েদ আকাশের ভাষ্যে তিনি সব সময় নিজেকেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন এবং নিজেকেই অতিক্রম করতে চান। যে কারণে তিনি গতানুগতিকতা ও পুনরাবৃত্তিকে পরিহার করে প্রতিটি বইতেই স্বতন্ত্রভাবে আত্মপ্রকাশ করেন। এ গ্রন্থটি তেমন একটি গ্রন্থ। বইটির প্রচ্ছদ করেছেন জেন কর্নওয়েলের চিত্র অবলম্বনে কবির হোসেন। বইটির ব্লার্বে বলা হয়েছে : “ওবায়েদ আকাশ সময়ের আলোচিত ও বিশ শতকের নব্বইয়ের দশকের সম্পূর্ণ ব্যতিক্রম ধারার কবি। সমসাময়িক বাংলা কবিতায় তিনি নির্মাণ করেছেন গভীর বোধজাত ভিন্নতর উচ্চতা। সময়কে অতিক্রম করে সুউচ্চ কাব্যবৃক্ষের পাতায় পাতায় পরিভ্রমণ করেন তিনি। প্রতি মুহূর্তে শুধু নিজেকেই অতিক্রম করতে পছন্দ করেন। মনে করেন, তিনি বাঙালি, সমগ্র বিশ্ব তাঁর দেশ, সমস্ত সৃষ্টি তাঁর সহসৃষ্টি। শুরু থেকেই তিনি লিটল ম্যাগাজিনকেন্দ্রিক ভিন্ন স্বরের কাব্য জিজ্ঞাসায় নিজেকে উপস্থাপন করেন। প্রশ্ন করা বা ‘না’ বলার স্পর্ধা তাঁর কাব্যানুশীলনের মর্মে। সম্পূর্ণ স্বতন্ত্র তাঁর ঈর্ষণীয় কাব্যভাষা তাঁকে অগণিত তরুণ কবির আইডলে পরিণত করেছে। ‘নির্জনতা শুয়ে আছে সমুদ্র প্রহরায়’ গ্রন্থে তিনি নিজেকে আরো বেশি শাণিত করে উপস্থাপন করেছেন। তাঁর ভাষায় নিজেকে আরেকবার উৎরে গেলেন। এই গ্রন্থের প্রধান বৈশিষ্ট্য সাম্প্রতিক মহামারিকালের স্বনিষ্ঠ উপস্থাপন ও নবতর নিরীক্ষায় বাংলা কবিতায় নতুন মাত্রার সংযোজন।”

বইটি পাওয়া যাবে বইমেলায় লিটল ম্যাগাজিন চত্বরে ‘শালুক’-এর স্টলে। জনান্তিক, স্টল নং ৩৯৫-৩৯৬, এবং অভিযান, ৯৩ নং স্টলে।