মহাজীবনের স্বপ্ন

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ২, ২০২১, ১১:৩৭ এএম মহাজীবনের স্বপ্ন
কবি: প্রদীপ্ত মোবারক

প্রদীপ্ত মোবারক

দেহ ঘড়িটার শেষ কথাগুলো লিখেই ফেললাম
মন আকাশে একটাই চাঁদ—
তাই প্রতিদিনই আমার রাঁধা পূর্ণিমা দেখা হয়।
গ্ৰহের উৎসব এখন আমায় আকর্ষণ করে না।
খুব করে ধরে রাখো তোমার অন্তরীক্ষে
তুমি বিশুদ্ধ এক জাদুকর মানবী।

তোমার এটুকু প্রেমেই যেমন অরণ‍্যশীর্ষ 
ছুঁয়ে আসা এক গাঢ় প্রজাপতি।
আর উচ্চারণটা বিন এর মত 
খুঁজে নিয়ে ডুবিয়ে দেয় তোমার আলোকান্তে।
তুমি একটু তাকালেই মন ভেসে যায় 
কৃষ্ণপত্রে, অথবা পবিত্র জলে। 

তোমার মিলে আর উপেক্ষায় কতটা তফাত 
শুধু সেই জানে, যে তোমায় দেখার এক সমুদ্র—
তৃষায় প্রতি মুহূর্ত অপেক্ষামান।
একদিন রেখে যাবো কন্ঠস্বর; আর সবটুকু ভালোবাসা তোমার কাছেই। 
এটুকুই আমার মহাজীবনের স্বপ্ন আর একমাত্র বাস্তবতা।