সাবেক ঢাকা সিটি কর্পোরেশন মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ২৮ নভেম্বর ঘোষণা হবে।
সোমবার (১৯ নভেম্বর) রায় প্রস্তুত না হওয়ায় ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান নতুন এই দিন ধার্য করেন।
রাজধানীর বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারা নিয়ে দুর্নীতির এ মামলায় অপর ৩ অভিযুক্ত হলেন- সাবেক ঢাকা সিটি কর্পোরেশনের ইউনিক কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন নকী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার্ক কার পার্কিংয়ের ম্যানেজার এইচ এম তারেক আতিক।
সাদেক হোসেন খোকা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।
মাআ/সাইসে/এফসি