মুজিব বর্ষ উদযাপন

ঢাবিকে ভারতীয় হাইকমিশনের সহযোগিতার আশ্বাস

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুন ১৫, ২০১৯, ০৬:৪৪ পিএম ঢাবিকে ভারতীয় হাইকমিশনের সহযোগিতার আশ্বাস
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ- ছবি : সংগৃহীত

জাতীয় পর্যায়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রণীত সকল কর্মসূচিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ।

শনিবার (১৫ জুন) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে তিনি এই আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা, জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম এবং ভারতীয় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় তারা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

উপাচার্য ভারতীয় হাইকমিশনারকে জানান, ‘মুজিব বর্ষ’ হিসেবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ঢাবি গৃহীত কর্মসূচিতে বিশেষ করে ‘বঙ্গবন্ধু লেকচার সিরিজ’ এ ভারতীয় কয়েকজন খ্যাতিমান শিক্ষাবিদ অংশগ্রহণ করবেন। তিনি এ ব্যাপারে ভারতীয় হাইকমিশনারের সহযোগিতা প্রত্যাশা করেন।

এসএমএম