যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা ও শোক

জাগরণ ডেস্ক প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ১০:০১ এএম যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর নিন্দা ও শোক
বাঁ থেকে- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প- ছবি: ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহাইওতে বন্দুকধারীদের হামলায় হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বরাতে জানা যায়, সোমবার (৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহিওতে ১৩ ঘন্টার ব্যবধানে দু’টি মারাত্মক গুলিবর্ষণের ঘটনায় ২৯জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হওয়ায় আমি অত্যন্ত মর্মাহত।’

মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এই বার্তায় তিনি আরো বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এই বর্বরোচিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।’ সন্ত্রাসীদের কোন বর্ণ, জাতি বা ধর্ম নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, 'তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী।'

শেখ হাসিনা বলেন, ‘আমার প্রিয় বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার শিকার হন। আমি নিজেও আমার জীবনে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এই বার্তার মাধ্যমে বন্ধুপ্রতিম মার্কিন জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসকে

আরও সংবাদ