সাবেক মেজর জেনারেল ও রাজনীতিবিদ আ ম সা আ আমিনকে সভাপতি করে ‘নৈতিক সমাজ’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দলের নাম জানা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। এতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
জানা যায়, ২০০১ সালে আ ম স আ আমিন কুড়িগ্রাম-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি গণফোরামে যোগ দিয়ে একই আসন থেকে নির্বাচন করেন। এবার নিজেই একটি রাজনৈতিক দলের ঘোষণা দিলেন। আ ম সা আ আমিনকে সভাপতি করে ৫০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, “জনগণ সৎ মানুষকে শ্রদ্ধা করে। নতুন প্রজন্মকে নৈতিকতা বোধের শিক্ষা দিতে হবে। নৈতিকতা ও সততাকে লালন করতে হবে।”
আ ম স আ আমিন বলেন, “রাজনীতিতে নীতিবান নেতৃত্ব তৈরিতে নৈতিক সমাজ কাজ করবে।”
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, “প্রতিটি ক্ষেত্রে নৈতিকতার মৃত্যু হয়েছে। সংখ্যালঘুদের ওপর একের পর এক অত্যাচার হচ্ছে। নৈতিকতা বোধের অভাবে এসব হচ্ছে।”