লকডাউন শেষ হওয়ার আগেই রাস্তায় যানবাহনের চাপ

জাগরণ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২১, ০৫:০৮ পিএম লকডাউন শেষ হওয়ার আগেই রাস্তায় যানবাহনের চাপ

আগামীকাল থেকে শিথিল হচ্ছে চলমান লকডাউন। তার আগেই রাস্তায় যানবাহনের চাপ বেড়েছে। শেষ দিন (১৪ জুলাই) সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি সড়কে দেখা দিয়েছে যানজট।
 
রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি থাকলেও তল্লাশি নেই তেমন একটা।

এদিকে, মধ্যরাত থেকে চলাচল করবে দূরপাল্লার বাস ও লঞ্চ। এ জন্য এরই মধ্যে টার্মিনালে ভিড় জমাচ্ছেন মানুষজন। ধোয়ামোছা করা হচ্ছে দুই সপ্তাহ চলাচল না করা বাস-লঞ্চ। আর ট্রেন চলাচল করবে বৃহস্পতিবার সকাল থেকে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই ৮ দিনের জন্য স্বাভাবিক হচ্ছে পুরো দেশ। ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছে। এসময় শর্ত সাপেক্ষে চলাচল করবে গণপরিবহন, খোলা থাকবে সবই। ঈদ শেষে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও কঠোর লকডাউন থাকবে।