শেরপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

জাগরণ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৩:৫৭ পিএম শেরপুরে র‍্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১

শেরপুরে মো. তসলিম উদ্দিন (৪২) নামের এক ব্যক্তিকে ৪২ পিস ইয়াবা ও ১ কেজি ৯শত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ ঘটিকার দিকে তসলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি শেরপুর সদর উপজেলার গাজিরখামার চকপাড়া গ্রামের মৃত রেফাজ উদ্দিনের ছেলে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) র‍্যাব-১৪ জামালপুর এর প্রেস ব্রিফিং সুত্রে জানা যায়।

জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার উপস্থিতিতে র‍্যাবের একটি আভিযানিক দল শেরপুর সদর উপজেলার চর পক্ষীমারী ইউনিয়নের জঙ্গলদী বাজারের ঈদগাঁ মাঠের মাঝখানে অভিযান চালিয়ে ৪২পিস ইয়াবা ট্যাবলেট ও ১কেজি ৯শত গ্রাম গাঁজা এবং ১টি মোবাইল সেট (সীমসহ) তসলিম উদ্দিনকে গ্রেপ্তার করে।       

র‍্যাব-১৪ এর জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি তসলিম উদ্দিন দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার সদর থানাধীন বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১৪ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

জাগরণ/আরকে