ভারতীয় দূতাবাসে পালিত হলো ‍‍`ব্ল্যাকআউট‍‍`

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ১১:৩৯ পিএম ভারতীয় দূতাবাসে পালিত হলো ‍‍`ব্ল্যাকআউট‍‍`

সারা দেশের সঙ্গে ভারতীয় হাই কমিশনেও পালিত হলো প্রতীকী ‘ব্ল্যাকআউট’।

শুক্রবার (২৫ মার্চ) রাত ৯টা বাজতেই সারা দেশের মতো বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সেও এক মিনিটের জন্য নামল অন্ধকার। এর মাধ্যমে ২৫ মার্চ কালরাতের বিভীষিকাকে স্মরণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালো তারা। 

বাংলাদেশে ভারতীয় হাই কমিশন এক তাদের টুইটার পেজে এক পোস্টের মাধ্যমে জানায়, ৫১ বছর আগে আজকের রাতে 'অপারেশন সার্চলাইট' -এর সময় লক্ষ লক্ষ শহিদ ও নির্যাতনের শিকার বাংলাদেশি নারীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা।

 

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অপারেশন সার্চলাইটের নামে নিরীহ বাঙালিদের ওপর হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। সেই নৃশংস গণহত্যায় নিহতদের স্মরণে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি হাতে নেয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।