সাগরে ৩ নম্বর সংকেত

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২, ০১:১২ এএম সাগরে ৩ নম্বর সংকেত
ফাইল ফটো

ফের উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এতে আগামী কয়েক দিন ভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, লঘুচাপের কারণে বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভাগসহ অনেক এলাকায় বৃষ্টি হতে পারে।

চলতি মাসে এ নিয়ে দুটি লঘুচাপের সৃষ্টি হলো। কানাডার সাসক্যাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, লঘুচাপটির কেন্দ্র বাংলাদেশের উপকূলীয় এলাকা থেকে অনেক দূর দিয়ে অতিক্রম করলেও এর প্রভাবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশের ওপর বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাত সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর ওপর। দেশে অন্যান্য বিভাগগুলোতে দিনে একাধিকবার বৃষ্টির সম্ভাবনার কথা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। 

বুধবার (২১ সেপ্টেম্বর) পর্যন্ত সমুদ্র উত্তাল থাকতে পারে। বিশেষ করে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সমুদ্র উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাগরণ/পরিবেশ/এসএসকে