তোয়াব খানকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৬:৪৮ পিএম তোয়াব খানকে সমাহিত করা হবে বনানী কবরস্থানে

একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক তোয়াব খানের জানাজা ও দাফনের সময় ঠিক করেছে পরিবার। মরহুমের ছোট ভাই ওবায়দুল কবীর জানান, তার একমাত্র মেয়ে তানিয়া খান রোববার বিকেলে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছাবেন।

তোয়াব খানের মরদেহ সোমবার সকাল ১০টায় তেজগাঁওয়ে দৈনিক বাংলা ও নিউজ বাংলার কার্যালয়ে নেয়া হবে, সেখানে প্রথম জানাজ অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় শ্রদ্ধা নিবেদন করা হবে।

সোমবার বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে মরদেহ রাখা হবে এবং সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় প্রেসক্লাব থেকে মরদেহ নেয়া হবে গুলশানে মরহুমের নিজ বাসভবনে। বাদ আছর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে সর্বজনশ্রদ্ধেয় এই সাংবাদিককে বনানী কবরস্থানে দাফন করা হবে।

 

 

এসকেএইচ//