জিডিপি প্রবৃদ্ধি কমে ৭.১০%

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১২:৪৬ এএম জিডিপি প্রবৃদ্ধি কমে ৭.১০%

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা কাটিয়ে গত অর্থবছরে (২০২২ অর্থবছর) দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১০ শতাংশে পৌঁছেছে।

২০২১ অর্থবছরে দেশের জিডিপি বৃদ্ধির হার ২০২০ অর্থবছরে ৩ দশমিক ৪৫ থেকে ৬ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। ২০১৯ অর্থবছরে দেশে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮৮ শতাংশ। 

রোববার (৫ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জারি করা সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২০২২ অর্থবছরে দেশে মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ মার্কিন ডলার, যা ২০২১ অর্থবছরে রেকর্ড ২ হাজার ৫৯১ মার্কিন ডলার থেকে বেড়েছে। 

২০২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৩২৬ মার্কিন ডলার। যা ২০১৯ অর্থবছরে ছিল ২ হাজার ২০৯। 

জাগরণ/অর্থনীতি/এসএসকে