গণভবনে ইফতার পার্টির আয়োজন থাকছে না এবার

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ১১:২৬ পিএম গণভবনে ইফতার পার্টির আয়োজন থাকছে না এবার
ছবি ● ফাইল ফটো

এবারের রমজানে গণভবনে কোনও ইফতার পার্টির আয়োজন করবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) এই তথ্য জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব হাসান জাহিদ তুষার। ।

সরকারের ব্যয় সংকোচনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।

তুষার জানান, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যে সাশ্রয়ের নীতি অবলম্বন করেছেন, ব্যক্তিগত জীবনে সেটারই অংশ হিসেবে তিনি এবার কোনও ধরনের ইফতার পার্টি করবেন না। ইফতারে সংযম এবং ব্যয় সংকোচন করবেন।

তিনি আরও জানান, আনুষ্ঠানিক আয়োজন না রাখার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগত ইফতারও সাদামাটা রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত ইফতারেও তিনি কৃচ্ছতাসাধন করবেন।

সাধারণত প্রধানমন্ত্রী প্রতি রমজান মাসেই গণভবনে এতিম, মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে ধারাবাহিকভাবে ইফতার পার্টির আয়োজন করে থাকেন।

জাগরণ/জাতীয়/এসএসকে