প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
রোববার জাতীয় সংসদে বাজেট বিষয়ক আলোচনায় তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে এটা শেষ বাজেট, তবে আমাদের শেষ বাজেট কি না, তা ঠিক করবে দেশের মানুষ।
‘আজকেই সরকার ফেলে দেবে’- কিছু লোকের এমন বক্তব্যে দেশবাসীকে ভয় না পাওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমায় আনার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, উন্নয়নশীল দেশ বাস্তবায়নে নিঃস্বার্থভাবে কাজ করবে এমন নেতৃত্ব আওয়ামী লীগে ছাড়া নাই। কাজেই আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনুন।
এ সময় প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনীতির উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
জাগরণ/জাতীয়সংসদ/প্রধানমন্ত্রী/এসএসকে