জোরেশোরে শুরু হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের প্রচার। ভোটের মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। নির্বাচনী এলাকায় ব্যাপকভাবে প্রচার-প্রচারণা শুরু করেছেন সব দলের প্রার্থীরা।
প্রচারের নেমে নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেন, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। সুষ্ঠু নির্বাচন ও কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়ানোকেই বড় চ্যালেঞ্জ বলছেন তিনি।
রাজধানীর কালাচাঁদপুর এলাকায় চলা প্রচারে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরেন নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। প্রতিশ্রুতি দেন, প্রয়াত সংসদ সদস্যের রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো শেষ করার।
সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের কেন্দ্রমুখী করাই তার কাছে বড় চ্যালেঞ্জ বলে জানান আওয়ামী লীগের এ প্রার্থী।
এদিন প্রচারের মাঠে ছিলেন জাতীয় পার্টির প্রার্থী সিকদার আনিসুর রহমানও। জয়ের ব্যাপারে তিনিও আশাবাদী। তবে তার শঙ্কা গোপনে ভোট কেনা বেচা নিয়ে।
মহাখালীর সাততলা বস্তি এলাকায় প্রচার চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। তাঁর দাবি, দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে।
রাজধানীর গুলশান, বনানী, ভাসানটেক ও সেনানিবাস এলাকা নিয়ে ঢাকা-১৭ আসনের ভোট হবে আগামী ১৭ জুলাই। ভোটে লড়ছেন সাতজন প্রার্থী।
এবারের ভোট হবে কাগজের ব্যালটে। গত ১৫ মে সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
জাগরণ/উপনির্বাচন/এসএসকে