বুড়িগঙ্গায় ওয়াটার বাস ডুবি

৩ জনের মরদেহ উদ্ধার

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৭, ২০২৩, ১২:৩৮ এএম ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী ওয়াটার বাসডুবির ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে। এদের মধ্যে একজনের নাম আলিফ। বাকি দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

রোববার রাত সোয়া ৮টার দিকে সদরঘাটের তেলঘাট এলাকায় একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছেন। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। তবে কয়জন নিখোঁজ বা হতাহত হয়েছেন তা বলা সম্ভব হচ্ছে না।

সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম জানান, ওয়াটার বাসটি যাত্রী নিয়ে সদরঘাটের শ্যামবাজার ঘাট থেকে তেলঘাটে যাচ্ছিল। মাঝনদীতে এলে ওয়াটার বাসটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৯টার দিকে উদ্ধার অভিযান শুরু করেছে।

তিনি বলেন, ওয়াটার বাসটির কতজন যাত্রী নিখোঁজ আছে, এখনও জানা যায়নি।

জাগরণ/নৌদুর্ঘটনা/এসএসকে