কাস্টমসের ভল্ট থেকে ৫০ কেজি স্বর্ণ গায়েব

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০১:১৭ এএম কাস্টমসের ভল্ট থেকে ৫০ কেজি স্বর্ণ গায়েব
ছবি ● প্রতীকী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের গুদাম থেকে গায়েব হয়ে গেছে জব্দ হওয়া প্রায় ৫০ কেজি স্বর্ণ। একাত্তরকে এ তথ্য জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার নুরুল হুদা আজাদ।

রোববার তিনি জানান, গত ৩০ আগস্ট ৪৮ অফিসারকে চার শিফটে জব্দ স্বর্ণ হেফাজতের দ্বায়িত্ব দেয়া হয়েছিলো। তাদের আলাদা আলাদা লকার দেখে রাখতে হতো।

শনিবার দ্বায়িত্ব নেয়ার আগে গোডাউন অফিসার দেখতে পান তার লকারের তালা ভাঙা। ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানোর পর তারা ঘটনাস্থলে আসেন। কাগজপত্র যাচাই করে দেখা যায় কাস্টমসের গোডাউন থেকে উধাও হয়ে গেছে জব্দ হওয়া ৫০ কেজি স্বর্ণ।

কাস্টমস কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি মামলা করা হয়েছে। উধাও হওয়া সোনাগুলো ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত জব্দ করেছিলো কাস্টমস।

জাগরণ/অপরাধ/কেএপি