ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না : প্রধানমন্ত্রী

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ১১:৩৫ পিএম ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ● সংগৃহীত

দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ৭ই মার্চের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে। যে কাজটা তিনি করতে গিয়েও করতে দেওয়া হয়নি। ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। কাজেই এ দেশের মানুষের ভাগ্য নিয়ে আর যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে। যারা জয় বাংলা স্লোগানে বিশ্বাস করে না, ৭ মার্চের ভাষণকে যারা প্রেরণা বলে মনে করে না, এর অর্থ তারা স্বাধীন বাংলাদেশ চায় না।’ 

শেখ হাসিনা বলেন, ‘নয় মাসের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রেরণা যুগিয়ে বিজয়ের দিকে নিয়ে যায়।’

এসময়, বেগম ফজিলাতুন নেছা মুজিবের অবদান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের নেপথ্যে থেকে সব সময় সহযোগিতা করেছেন বেগম ফজিলাতুন নেছা মুজিব।’ 

অন্যদিকে, ভোট প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে!’

জাগরণ/জাতীয়/প্রধানমন্ত্রী/এসএসকে