ডিবি থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে হারুন

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ১২:০৪ এএম ডিবি থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে হারুন
মোহাম্মদ হারুন অর রশীদ ● ফাইল ফটো

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সহ ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।

বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সই করা আদেশে এই পদায়নের কথা জানান হয়।

আদেশে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ড. খ. মহিদ উদ্দিনকে অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) ঢাকা মহানগর পুলিশ; অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামানকে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) ঢাকা মহানগর পুলিশ; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদকে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ঢাকা মহানগর পুলিশ হিসেবে পদায়ন করা হয়েছে।

জাগরণ/জাতীয়/এসএসকে