রওশন এরশাদ

৯ মার্চ জাপার সম্মেলন

জাগরণ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ১২:১৪ এএম ৯ মার্চ জাপার সম্মেলন

আগামী ৯ মার্চ জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী অংশের দশম সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের (রওশনপন্থী) চেয়ারম্যান রওশন এরশাদ।

 শনিবার দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে জাপার রওশনপন্থীদের জরুরী প্রেসিডিয়াম বৈঠকের শুরুতে এ তথ্য জানান তিনি। 

এর আগে ২ মার্চ জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা হলেও ভেন্যু না পাওয়ায় ৯ মার্চ নতুন সম্মেলনের তারিখ ঘোষণা করলেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান ও প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেন, দলের সাংগঠনিক অবস্থার ধস নেমেছে। পল্লীবন্ধুর নাম মুছে ফেলা হয়েছে। এ সময় দলের মহাসচিব মামুনুর রশিদ বলেন, সম্মেলন করতে আইনত কোনো বাধা নেই। সংসদ আর দল আলাদা বিষয়। দলের নেতৃত্ব রওশন এরশাদের হাতেই থাকবে। আর সংসদে নেতৃত্ব দেবেন জিএম কাদের। 

মামুনুর রশিদ আরও বলেন, ৬২ জন স্বতন্ত্র এমপি জাতীয় সংসদে থাকলেও তারা কোনো প্লাটফর্ম তৈরী করতে পারেননি।

জিএম কাদের ও মুজিবুল হক চুন্নু ১১ জন সদস্য নিয়ে সংসদে দায়িত্ব পালন করবেন। তবে টিকে থাকার প্রয়োজনে জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে মূল দলেই ফিরতে হবে। 

জাপা থেকে জানানো হয় এবারের কাউন্সিলে চমক থাকবে। সর্বশেষ ২০১৯ সালের ২৮ ডিসেম্বর নবম কাউন্সিল হয়।

দ্বিবার্ষিক সম্মেলনের ইতিমধ্যে চার বছর হয়ে গেছে। সুতরাং সম্মেলনে নতুন কমিটি হবে বলে জানান মহাসচিব। 

জাগরণ/রাজনীতি/জাতীয়পার্টি/এসএসকে