ফিলিস্তিন ইস্যুতে পক্ষপাত, ফেসবুকের রেটিংয়ে ধস

জাগরণ ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০২১, ০৯:০২ পিএম ফিলিস্তিন ইস্যুতে পক্ষপাত, ফেসবুকের রেটিংয়ে ধস

অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপ্লিকেশন ডাউনলোড প্ল্যাটফর্ম গুগল প্লে স্টোরে মুখ থুবড়ে পড়েছে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। অ্যাপটির রেটিং ৪ দশমিক ৫ থেকে নেমে এসেছে ২ দশমিক ৪-এ। 

সম্প্রতি গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে করা বিভিন্ন পোস্ট ও ফিলিস্তিনের পতাকা সরিয়ে ফেলার অভিযোগ তুলে অনেকেই এই অ্যাপের রেটিং কমিয়ে দেন। ফেসবুক বর্জনের ডাকও দেন অনেক ব্যবহারকারী।

এছাড়াও বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করে ফেসবুকের সমালোচনা করেন নেটিজেনরা। ফেসবুক অ্যাপটিকে গুগল প্লে স্টোরের সর্বনিম্ন রেটিং ১ পয়েন্ট দিতেও ফিলিস্তিনি সমর্থকদের আহ্বান জানান অনেকেই। এরপর থেকেই কমতে থাকে ফেসবুকের রেটিং।

বাজফিড নিউজ জানায়, ফেসবুকের মালিকানাধীন অ্যাপ ইনস্টাগ্রাম থেকেও জেরুজালেমের আল-আকসা মসজিদ মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলার তথ্য সরিয়ে ফেলা হয়।

এছাড়াও ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাসকে সকল প্ল্যাটফর্মে ফেসবুক নিষিদ্ধ করাতেও ক্ষুব্ধ হয়েছেন অনেক ব্যবহারকারী।

আরও সংবাদ